![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
ছায়ার ভিতরে
ছায়ার ভিতরে বসে থাকি
আকাশের ছায়া, রোদের ছায়া, গাছেদের ছায়া
কত কী ছায়া!
তোমার ভিতরে হাতড়িয়ে দেখি
তুমি বলে তোমাতে আর তুমি নেই,
তোমাকেও ছায়া ভেবে তোমার ভিতরে বসি,
বসি ঊরুসন্ধিতে, মগজে মননে,
অথচ ওগুলো ছায়া।
সারা আকাশের দিব্যি দিয়েছে জোছনার রঙ,
মাটি চুমে পড়ে আছে রাতমাখা গাছের সারি
মৃত মৃত ছায়া।
পৃথিবী আজ বড় বেশী সকরুণ,
সভ্যতার আব্রুতে আজ
মৃত সব ছায়া ছায়া রঙ, ছায়ার মিছিল।
১৭ই এপ্রিল ২০২০
যুক্তরাজ্য।
২| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৯
নেওয়াজ আলি বলেছেন:
মুগ্ধকর লিখনশৈলি ।
৩| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৫৫
দজিয়েব বলেছেন: ভালো লিখেছেন