![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
কনফিউজড
করোনার করুণা প্রার্থনায়
ঐ দেখ সবাই পেতেছে হাত,
বলেছে সবাই সাম্যের কথা ঠোঁটে-মুখে
একদিন যেই ঠোঁটে ছিল বাঁকা হাসি
গন্ধ পোঁদেও খুঁজে যেত জাত-পাত!
দেখ দিশেহারা সবে
হয়ত ভাবছে তাবিজ কবচে হবে কাজ
কিংবা প্রার্থনা আল্লায়,
তবু দেখ রোজ গার্গোল করে নুনমাখা পানি
নাপাক এলকোহলে হাত কচলায়।
হুজুরের ওয়াজ থামিয়া গিয়াছে,
আহাজারি করে চাটুকার, ধড়িবাজ চামচা,
সেও বলে রোজ মোদের কী দোষ?
কমেছে ঈমান, নেতার কদর
দিয়েছে বিপদ আল্লাহ সাহেব
ভরিয়া রকমারি গামছা।
এই বুঝি মরে, এই বুঝি মরি
আত্মা শুঁকায়ে কাঠ,
যদি যাই বেঁচে এই যাত্রায়
রাখিবো কি মনে বড়ই কনফিউজড
মানুষ হইবার পাঠ?
২০/০৪/২০২০
যুক্তরাজ্য।
২| ২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। ভাষা সুন্দর।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৮
নেওয়াজ আলি বলেছেন: পাঞ্জল শব্দের গাঁথুনি।