নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩২

আশা

মুঠো ভর্তী আশা
ফাঁক গলে পড়তে পড়তে
হাতের তালুতে রয়ে গেছে কিছু
একটা তিল চন্দ্র বিন্দু হয়ে।

দূরে দাঁড়িয়ে থাকা বৃক্ষের শাখে
এখন এই বসন্তে আবার সবুজ পাতার ছড়াছড়ি।
গত শীতে যখন তুষার পড়ছিল
ঐ দূরে ওসব বৃক্ষ
স্মশানে পড়ে থাকা মানুষের মৃত হাড়ের মত
নিষ্প্রাণ শুয়ে ছিল বরফের সাদা চাদরে।

এক চন্দ্র বিন্দু আশা
মুঠো ভর্তী আশা হয়ে রোঁদের আলোতে হাসছে
বৃক্ষের পাতায়।
আবার আগামী শীতে তুষার পড়বে
আবার বসন্ত;
তবু মাটির ভিতরে শক্ত আঁচড়ে
বৃক্ষ আঁকড়ে থাকে মাটি।
এ অনতিক্রান্ত বৃত্তের মাঝে
বৃক্ষের শুধু বসন্তের দিন মনে রাখে পৃথিবীর মানুষ।

২৯শে এপ্রিল ২০২০
যুক্তরাজ্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩০

নেওয়াজ আলি বলেছেন: নিখুঁত প্রকাশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.