![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
তুমি তোমার নিজের কাছেও বড় বেশী একা
এই যে সময়
অতিক্রান্ত দিনের মতো আজও বয়ে যাচ্ছে,
বৃক্ষের শাখে পত্রমঞ্জরী, পাখির গান
প্রান্তরে শিশিরের ফোঁটা মুখে করে দাঁড়িয়ে আছে সবুজ ঘাস;
সাগরের ঢেউয়ের শোঁশোঁ শব্দে বেলাভূমিতে আছড়ে পড়া
সব আগের মতই।
শুধু পাল্টে গেছে মানুষ!
বেঁচে থাকার আকাঙ্খা কতটুকু প্রগাঢ় হলে
মানুষ ভুলে যায় মানুষের ঋণ!
হে ব্যাধি!
আতংকিত জনপদে এইটুকু বুঝিয়েছ সরল গণিতে
সাম্যের কথা, গণমানুষের কথা, ধর্মের কথা বলার ধাপ্পাবাজেরা
নিরুদ্রুপ পৃথিবীতে যতটাই বেশী ভালবাসা দেখিয়েছিল
ততটাই গভীর গহ্বরে আজ লুকিয়েছে সহস্রাব্দ বছরের আয়ুর প্রার্থনায়।
এই পৃথিবী বড় বেশী বেদনাময়!
ভালোবাসার ফড়িয়ারা যতটুকু পশার সাজিয়েছিল গঞ্জের হাটে
সেখানে আজ উচ্ছিষ্টের সাথে মাছি ছাড়া আর কিছু নেই।
এই আতংকিত জনপদে বুঝে নিও ধরণীর মানুষ
এই দুঃসময়ে
তুমি তোমার নিজের কাছেও বড় বেশী একা।
৩রা মার্চ ২০২০
যুক্তরাজ্য।
২| ০৩ রা মে, ২০২০ সকাল ৯:৩১
মোহাম্মদ বাসার বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ! কবিতার প্রশংসা করে ঋণী করলেন! কারণ যেকোন প্রশংসাই অনুপ্রেরণা যোগায়।
৩| ০৩ রা মে, ২০২০ দুপুর ১২:২৬
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দ
৪| ০৩ রা মে, ২০২০ দুপুর ১২:২৯
সাইন বোর্ড বলেছেন: কঠিন এই সময়ের অনুভব, অসাধারন লিখেছেন !
৫| ০৩ রা মে, ২০২০ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০২০ সকাল ৯:২৪
জাফরুল মবীন বলেছেন: চমৎকার অর্থপূর্ণ ও সবলীল কবিতা!ধন্যবাদ ও শুভেচ্ছা গ্রহণ করুন হে কবি।