নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৪ ঠা মে, ২০২০ রাত ১১:১৯

খন্ড কবিতাঃ

এক।

এখনও শিয়রের এলার্ম-ঘড়িতে
তোমার জেগে ওঠার সময় গুনি,
জেনে গেছি বহুদিন ব্যয়িত জীবনে
এটা অভ্যাস ভালবাসা নয়
যেমনটা হারায় মাথা থেকে খসে যাওয়া কেশ
কিংবা অলক্ষে জীবন-জৌলুশ।

দুই।

একদিন আষাঢ়ের বৃষ্টির দিনে
ডাকাত পড়েছিল আমাদের বাড়ি;
মা ভাবলেশহীন ভাবে কানের কাছে ক্ষত দেখিয়ে বলেছিল
এটা গহনা ছিঁড়ে নেয়ার দাগ।
আমরা সেই গল্প শুনে শুনে কেমন আতঁকে উঠতাম।
বহুদিন পরে বহু প্রতিঘাতে আমিও বুঝেছি
সময় আর কিছু না পারুক
স্মৃতির ক্ষতে ঢেলে দেয়
বিস্মৃতির মোড়ক।

৪ঠা মে ২০২০
যুক্তরাজ্য।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২০ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২| ০৫ ই মে, ২০২০ রাত ১২:০৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগল।

৩| ০৫ ই মে, ২০২০ রাত ১:৫৩

মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নূর ভাই।

৪| ০৫ ই মে, ২০২০ রাত ১:৫৪

মোহাম্মদ বাসার বলেছেন: কবিতা ভাললাগার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ০৫ ই মে, ২০২০ ভোর ৪:৪৮

নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.