নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৪ ই মে, ২০২০ দুপুর ১:২০

খন্ড কবিতাঃ

১।

সবকিছু সহজেই পেয়ে গেলে
মনে হয় কোন প্রাপ্তিই যথেষ্ট নয়,
আরও কিছু পাব বলে
আরও বেশী উদ্বেগে মরি।
নিঃশ্বাস শ্রান্ত হলে মনে হয়
শুধু সামান্য বায়ুটুকুই
খুব বেশী দরকারী।

২।

গ্রীষ্ম শেষ হয়ে গেলে
আমরা শীতের জন্য অপেক্ষা করি,
শীত শেষ হলে
আমরা আবার ফাগুন কিংবা গ্রীষ্মের জন্য অপেক্ষা করি।
আমাদের ববর্তমান বলে কিছু নেই;
অথচ আমরা পাখিদের মত
শুধু আজকের জন্যই বাঁচতে পারতাম।
মানুষ যতটাই আগামীর জন্য উৎকন্ঠিত
ঠিক ততটাই সে প্রতারক কিংবা প্রতারিত।

১৪ই মে ২০২০
যুক্তরাজ্য।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২০ দুপুর ১:২৫

নেওয়াজ আলি বলেছেন: সৃজনশীল লেখা।

২| ১৪ ই মে, ২০২০ বিকাল ৪:৪০

আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ আপনাকে। বেশ লিখেছেন। ’ববর্তমান’ এটা মনে হয় লেখার ভুল। সংশোধন করে নিবেন প্রত্যাশা করি। শুভ কামনা অগনিত।

৩| ১৪ ই মে, ২০২০ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন ভাই সাহেব।

৪| ১৫ ই মে, ২০২০ রাত ২:৪৫

মুহা. নাজিম উদ্দীন বলেছেন: সুন্দর বলেছেন। ভালো লাগলো।



একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন : নেটে যুক্তরাজ্যে করোনা রোগীর সুস্থ হওয়ার কোনো রিপোর্ট পাচ্ছি না কেনো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.