![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
খন্ড কবিতাঃ
১।
বিদায় বলেই চলে যাও দূরে
শঙখচিল হারায় অজানায়;
তোমাকে খুঁজে খুঁজে আলোরা নীভে গেলে
রাতের জানালায় আমি স্মৃতি হয়ে যাব;
পৃথিবীতে জানবে না কেউ
তোমার জন্য একটি ফরিঙের ডানাও
শিশিরে ভিজবেনা আর।
২।
সবুজ পাতায় সাদা খামে
একটি চিঠি তোমার নামে
পাঠিয়ে দিলেম।
একটা দুপুর, একটি বিকেল
মৌন রাতের গল্পগুলো তাতে লেখা,
সেই চিঠিটি হয়নি ছাড়া
বইয়ের ভাঁজে খামের ভিতর
তোমার জন্য পঙতিমালা
গুমরে কাঁদে, আত্মহনন
পাতার ফাঁদে দিশেহারা।
০৩/০৬/২০২০
যুক্তরাজ্য।
২| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৩৮
নেওয়াজ আলি বলেছেন: অনন্য শব্দ বুনন ।
৩| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন ভাই সাহেব।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০২০ সকাল ৭:৫৪
কাছের-মানুষ বলেছেন: কবিতায় আমার ভাললাগা রইল।