![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
পাপের দেয়াল
এই ক্লান্ত শ্রান্ত পথ ছুঁয়ে ছুঁয়ে
যারা চলে গেছে ওপারের গহীন অরণ্যে
তাহাদের যত পাপ ইতিহাসে লেখা
বেদনার সমাপ্তি পারিবেনা ঘুচিতে তাহা।
তাহাদের বংশবদ
তাহাদেরই পাপের সঞ্চয়ে এখনো লালিত,
মৃত্যু পারিরেনা মুছিতে
যত ঋণ করিয়াছে তাহারা
অনিষ্ট জীবন যৌবন আর পাপাচারে।
এভাবেই পৃথিবীতে পাপ বেড়ে যায়
একদিন কেউ রাখেনা মনে জীবনের কালো অবয়বে
কতটা দীর্ঘশ্বাস প্রতিটি ইটে, পাথরে দেয়ালে।
১৫ই জুন ২০২০
যুক্তরাজ্য।
২| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:০৮
বিজন রয় বলেছেন: আপনার কবিতাগুলো এখন অনেক পরিণত।
ভাল লেগেছে।
তারপর, কেমন আছেন?
৩| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৪৩
নেওয়াজ আলি বলেছেন: সৃজনশীল লেখা।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:০৭
সাহাদাত উদরাজী বলেছেন: একদম।