![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
কোন এক রমণীর জন্য
কবে যে সমুদ্রে যাব!
নুনজল মেখে গায়ে তোমাকে ছোঁব।
কবে যে তোমাকে পাব!
রাত্রী ফুরোবার আগে আমি
সাহারায় তারা হয়ে যাব।
আমাকে ছোঁবে না বাতাসের শরীর,
আমাকে ছোঁবে না আকাশের জল;
যারা ফিরে আসে না
তারাইতো বেশী বেশী ফিরে আসে মানুষের মনে,
হয়ত হঠাৎ
নিঝুম নদীতে ঝড় উঠে থেমে গেলে
পাল ছেঁড়া নাও
যেমন উচাটন কষ্টের নাড়াচড়া করে
মাঝিদের মনে;
তেমনি রয়ে যাব আমি কালের মোহনায়,
না থেকেও থেকে যাব
শতাব্দী অব্দি কোন এক রমণীর মনে
যে কবিকে দেখেনি
কিন্ত কবিতা ভালবেসে গেছে
বহুকাল, বহুকাল...।
২৪শে জুন ২০২০
যুক্তরাজ্য।
২| ১১ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৮
ইসলামের আলো বিডি বলেছেন: মোহাম্মদ বাসার, শুভ কামনা।
৩| ১১ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
পৃথিবীর সমস্ত রমনীরা ভালো থাকুক।
৪| ১১ ই জুলাই, ২০২০ রাত ১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৮
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন I