![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
ফাঁকা ঘর
আমি রাত্রিকে বলিনি শিশিরের কথা
কেমন চুপিচুপি চুমো খায় ঘাসের শরীর!
আমি তোমাকে বলিনি আমার কথা
কতটা কষ্টে কাটে তুমিহীন দিন।
যত আলো বাড়ে যতবেশী কোলাহল
ততটাই তুমি দূরে যাও চলে,
আঁধার ঘনালেই কাছে আস বেশী
আঁধারেই আরও ঝলমলে।
চলে যেতেই ভাবি ফিরবেনা তুমি
কোনদিন কোন কাল,
দূরত্ব বাড়লেই বেশী মনে পড়
আকাশ-পাতাল বেসামাল।
দামী ফুল ভেবে খুঁজেছি গোলাপ
পাইনি কোথাও- বাগানে কিংবা ক্ষেতে,
অতশত নয় শুভ্র কলমীকেই
তুলে নেই হাত পেতে।
খোঁপায় পরে নাও শুভ্র সকাল
শিশিরের সোঁদা আঁচে,
তোমায় দেখে বিকেলের রোঁদ
দেখবে কেমনে হাসে!
তুমি আসতেই ফেরাই দু'নয়ন
অবাক বিস্ময়ে ভরে মন,
হাত বাড়ালেই যেই পাব ভাবি
ফাঁকা ঘরে কেউ নেই
ভাবাভাবি অকারণ।
২৮শে জুন ২০২০
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.