![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
শুভ্র বরফে তোমার মুখ
এভাবে চলে যেতে নেই
তবু চলে যাও।
কি এক অসময়ে দারুন উত্তাপ,
যতটুকু শরীরে দহন
অন্তরে তারচেয়েও বেশী।
এভাবেই উত্তাপে পুড়ি, তোমাকে পুষি
বুকের ভিতরে ছাইচাপা আগুন কেবলি কাতরায়।
যদি আবার দেখা হয় প্রিয়তমা
ঈশ্বরের দিব্যি
তোমাকে নিয়ে হিমালয়ে চলে যাব সোজাসুজি।
শুভ্র বরফে তোমার মুখ
আয়নায় প্রতিচ্ছবি মহাকাল;
আমি সেখানে অযুত বছরের তৃণভূমি
তুমি ঘাসফুল,
আর সবুজ জমিনে ছড়াছড়ি হলুদ বিকেল।
আমাদের প্রতীক্ষায় কেউ নেই
তবু সন্ধ্যে নেমে আসে,
একটি শেয়াল হেঁটে যায় বরফ মাড়িয়ে
দৃষ্টির সীমানা ছাড়িয়ে দূরে, বহু দূরে...
২৯ই জুন ২০২০
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.