![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অন্ধকারের পথ
একদিন পাখি উড়ে যাবে
কালো মেঘের ডানায় ভর করে নেমে আসবে অন্ধকার।
আমিও চলে যাব অন্ধকার হাতড়িয়ে হাতড়িয়ে
দূরে, বহু দূরে;
এই আলোর শহরে ফিরবোনা আর!
যারা র'য়ে যাবে
তাদেরও কারো কারো বোধে আমার বোধ সংক্রমিত হবে,
আমি মানুষের প্রেমে র'য়ে যাব মানুষের চোখে চোখে;
র'য়ে যাব প্রেমে-অপ্রেমে, কখনো কপট ক্ষোভে ভালবাসায়।
তাদের দেখে আমার কোন আক্ষেপ হবেনা কোনদিন,
বোধের দরজায় ঝুলানো প্লাকার্ড সুধাবে
এভাবেই চলে যেতে হয়, চলে যায় সবে
অনিশ্চিত পথে কিন্ত নিশ্চিত অন্ধকারে।
৬ই জুলাই ২০২০
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.