নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১১ ই জুলাই, ২০২০ রাত ১২:২০

অন্ধকারের পথ

একদিন পাখি উড়ে যাবে
কালো মেঘের ডানায় ভর করে নেমে আসবে অন্ধকার।
আমিও চলে যাব অন্ধকার হাতড়িয়ে হাতড়িয়ে
দূরে, বহু দূরে;
এই আলোর শহরে ফিরবোনা আর!

যারা র'য়ে যাবে
তাদেরও কারো কারো বোধে আমার বোধ সংক্রমিত হবে,
আমি মানুষের প্রেমে র'য়ে যাব মানুষের চোখে চোখে;
র'য়ে যাব প্রেমে-অপ্রেমে, কখনো কপট ক্ষোভে ভালবাসায়।
তাদের দেখে আমার কোন আক্ষেপ হবেনা কোনদিন,
বোধের দরজায় ঝুলানো প্লাকার্ড সুধাবে
এভাবেই চলে যেতে হয়, চলে যায় সবে
অনিশ্চিত পথে কিন্ত নিশ্চিত অন্ধকারে।

৬ই জুলাই ২০২০
যুক্তরাজ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.