নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৪

যে জীবন চলে যায়

আয়নাতে দেখে নাও তোমায়
যতটুকু পার
পেকে গেলে কেশ, পড়ন্ত দাঁত
ছানিপড়া চোখে জোনাকিরা জ্বালবেনা আলো;
এই বসন্ত চলে গেলে আরেক বসন্তে
প্রেমিক জানবেনা তোমার
কতগুলো মোহন অন্তর্বাস!

হয়ত তোমার ঘর ভরা ছেলেপুলে
একান্ত নিজস্ব পতি, সমাজেরও পতি;
কেউ জানে না তোমার বসন্ত এলেই
এখনো একটি হিজল ফুলের মালায়
মন কাতরায়।

এভাবেই দিন চলে যায়
পুরনো আয়নায় সব কিছু ফিঁকে হয়ে যায়!
যে জীবন চলে যায় ফড়িঙের খোঁজে
হাতভরা সোনাদানায় কেবলি খেদ
উপহাস দীর্ঘশ্বাসে বাতাসে মিলায়।
যে জীবন চলে যায়, যায়
কেউ তাকে কখনো পায়না ফিরে।

১২ই জুলাই ২০২০
যুক্তরাজ্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা

২| ১২ ই জুলাই, ২০২০ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.