![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
বৃক্ষের কথা
সবুজ অরণ্যের কথা বলে বলে
যারা সব পুরাতন বৃক্ষ বিনাসের গল্প বলে
তারা সব ভুলে যায় ঐসব দিন
একদিন তারাও বৃদ্ধ হবে;
স্মৃতি ঘেটে দেখ হে নপুংসক সকল
কত শত রজনীর শিশিরের জল
অকাতরে বৃক্ষ করেছে সেবন।
একটি তৃণলতা ছেঁড়ার আগে
দেখে নাও তোমার হাতের তালুতে
পৃথিবীর প্রেম নাকি নিজের বিনাশ
লিখেছেন ঈশ্বর অজ্ঞাতসারে!
যদি দেখ কখনো একটি দূর্বা মাড়াবার আগে
তোমার পদরেখায় কোন কম্পন নেই
ধরে নিও নিঃসঙ্কোচে
তুমি এক অশিষ্ট জঞ্জাল,
পাপাচার পৃথিবীতে।
একটি জীবনে একটি বৃক্ষের কাছে
তোমার ঋণের দায় পারবেনা এড়াতে।
১৪ই জুলাই ২০২০
যুক্তরাজ্য।
২| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০২০ দুপুর ২:২৩
নেওয়াজ আলি বলেছেন: অনন্য কাব্য I