![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
পৃথিবী রূপান্তরের
সেইসব দিনে
হলুদ বসন্তে যখন পাতা ঝরা দিন ভুলে যেতাম
আমাদের মাথার উপরে ফাগুনের আকাশ থাকতো;
প্রখর রোঁদ থাকতো চৈত্রের দিনে।
তবু বসার প্রয়োজনে আমাদের সবুজ ঘাসের জন্য
অতটা হাসফাস ছিল না।
হাতের কাছেই ছিল হলদে গাদাফুল, হাস্নাহেনার বাগান;
সবুজ জমিনে দূর্বাঘাসের ছড়াছড়ি।
এখন আমরা ভুলে গেছি ফসলের দিন
চৈত্রের দিনে কাঁচামিঠা আমের গল্প,
এখন রাস্তার জ্যামে পড়া
শীতল গাড়িতে বসে প্রসাধনী মাখি।
এখন আমরা রসালো ফলের কোয়ায়
ঠোঁট চেপে বলি 'বাহ্';
বাইরে প্রখর রোঁদ, খাবারে ভেজাল
আমার উষ্মার আকাল নেই।
এই লোকালয়ে
অরণ্য শোভিত বৃক্ষের প্রয়োজন ভুলে গেছে মানুষ,
খালের উপর ভরাট জমিনে দাঁড়িয়ে আছে সুশোভিত ইমারত।
হায় ঈশ্বর
কি এক বিস্মিত প্রতিশোধ নিজেই করেছ রোপণ,
লোকালয় ডুবে যায় জলে
সবুজ শ্যাওলার দেয়ালে এঁকে দাও মানুষের পাপ
পৃথিবী রূপান্তরের, কোন কিছুই নয় অক্ষয়।
২৫শে জুলাই ২০২০
যুক্তরাজ্য।
২| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৩| ২৬ শে জুলাই, ২০২০ রাত ২:০৬
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।
৪| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। আপনার অন্য কারো পোস্টে যান না এ কারণে আপনাদের পোস্টগুলোও হতাশায় ভরা থাকে। সুন্দর পোস্ট
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:০৬
শোভন শামস বলেছেন: নিরন্তর কথামালার বাঁধনে জড়ান , সুন্দর প্রকাশ