নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৩ শে আগস্ট, ২০২০ সকাল ৯:০৬

দেশপ্রেমের কবিতাঃ

সবুর চাচার রেশমি কোমল অনুভূতি

মানুষ আর কতদিন বাঁচে!
এই আক্ষেপ করে করে আমাদের সবুর চাচা
ম্যালাদিন দাড়ি কাটেননি,
ফারাক্কাবাঁধ খুলে দিয়েছে যোগী মদির ভারতীয় পান্ডারা
পানিতে সয়লাব পথেঘাটে কোমড় সমান পানিতে নামতেই
আলগা হয়ে যাওয়া লুঙ্গির গিঁট ধরতে যেয়ে
ধরে ফেললেন একগোছা চুল।

চোখে ইদানীং কম দেখেন সবুর চাচা
দাড়ি ভেবেই চুলগুলো নাড়াচাড়া করতে করতে
ডাঙায় এসে দাঁড়ালেন;
পাশে দাঁড়ানো আক্কু চাচা বললেন
'মেয়া ভাই লুঙ্গিতো গঙ্গার পানিতে ভাইস্যা
রামমন্দিরের দিকে যাইতাছেগা'!
সবুর চাচা দাতা হাতেম তাইয়ের মত উদাস হয়ে
আকাশের দিকে তাকালেন
তার হাতে ধরা চুল গোছার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন
'আহা আমার এই লুঙ্গিতে ঢাকা চুলগুলি মোদিজীর মুখের
চুলগুলোর চেয়েও কত বেশীই না রেশমি কোমল!'

২৩ই আগষ্ট ২০২০
যুক্তরাজ্য।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দেশ প্রমের কবিত বলে আপনি দেশ প্রেমকেই অপমান করেছেন।আপনি পলাতক রাজাকার

২| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১:৩৯

মোহাম্মদ বাসার বলেছেন: নুরুল ভাই আপনার আরেক নাম নুনু ভাই। এখানে রাজাকারিত্বের কি দেখলেন? আপনার মত কিছু গর্দভ শ্রেণীর লোক আছে বলেই ইন্ডিয়া যখন আমাদের পানি দরকার নেই তখন পানি দিয়ে কৃত্তিমভাবে বন্যা তৈরী করে আর যখন দরকার তখন পানি না দিয়ে খরার সৃষ্টি করে। সীমান্তে লোক হত্যাও করে আপনার মত কিছু হাবিজাবি প্রতিবাদ না করার কারণে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.