![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আমাদের শূন্যতাগুলো
আমাদের পায়ের নীচের মাটি সরে যাচ্ছে
আমাদের মাথার উপরের আকাশ ভেঙে পড়ছে,
টুকরো টুকরো আকাশের খন্ড মাটি ফুঁড়ে গহীনে ঢুকে যাচ্ছে;
আমাদের প্রলম্বিত মাথা এখন আকাশের মত উচু,
আমাদের আত্মা পাহাড়ের মত প্রকান্ড, পাথরের মত ভারী,
আমরা আমাদের প্রয়োজনের চেয়েও অনেক বেশী বড়।
অথচ আমাদের এসবের কিছুই দরকার ছিলনা,
আমাদের আয়ু ফড়িং বা প্রজাপতির মত স্বল্প হতে পারতো,
আমাদের উজ্জ্বলতা শিশিরের মত ক্ষণস্থায়ী হতে পারতো,
আমরা আমাদের প্রয়োজনের চেয়েও খুববেশী দীর্ঘস্থায়ী বলে
আমরা প্রতিদিন বড় হই;
বড় হওয়ার প্রয়োজনে আমরা আমাদের চারপাশের সবকিছু ছোট করে ফেলি,
ছোট হতে হতে আমাদের আকাশ খসে পড়ে,
মাটি ধ্বসে যায়,
আমরা অসীম শূন্যতায় কিছু কিছু অদৃশ্য জালে
মাকড়সার মত দুলতে থাকি।
আমাদের চারপাশে বৃক্ষ মরে যায়, নদী শুঁকিয়ে যায়
আর আমাদের শূন্যতাগুলো
আমাদের মতই বড় হতে থাকে।
১৬ই অক্টোবর ২০২০
যুক্তরাজ্য।
২| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। ভাষা সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।