নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৩২

আকাশ গিয়েছে ডুবে

সেইসব বিকেলের মত
এখনও সূর্য হেলে থাকে পদ্মার পাড়ে,
হলদে হলুদ রোঁদে ক্লান্ত আকাশ
ধীরে ধীরে ডুবেছিল গভীর জলে;
ক্ষান্ত বরিষণের ভেজা পথের তাহার সে নুপূর
এখন আর স্মৃতির শোকেসেও নেই,
তবু কেন চোখ ভেজে বেহুলা মেয়ের!

অপাত্রে হবেনা বিন্যাস ভেজা তাজা ফুল
সখের ফুলদানী হতেই হবে সেরকম মজবুত।
সাজালে কাসার পটে বাহারী রঙিন ফুল
কী ভুল হয়েছিল জানে না মেয়ে
ফুলগুলো কেন যে শুঁকায়,
অজ্ঞাতে অকালে।

দ্বিধাতে দ্বন্দ্বে কাটে বিজন দুপুর
জানালায় দোল খায় দোয়েলের শিষ,
এমন কিছুক্ষণ এমনিই আসে
বেহুদাই উদাস সময় ঝুলে কার্নিশে,
তবু কেন চোখের পাতা অযথাই কাঁপে
জানেনা জানেনা কিছুই উদাস মেয়ে।

ভেজা চোখ টুপটাপ শিশিরের ছোঁয়া,
এত্ত এত্ত মানুষ তবু সে একলা;
কিছুই বোঝেনা মেয়ে কিছুই বোঝেনা
তবু ভাসে কাঁপা চোখে কোন একদিন
আকাশ গিয়েছে ডুবে পদ্মার জলে।

২৯ শে নভেম্বর ২০২০
যুক্তরাজ্য।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
ভাষা সুন্দর। প্রানবন্ত।

২| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

ফয়সাল রকি বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.