![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
রোঁদ পড়ে গেছে সন্ধ্যের গায়ে
আমাদের আর তাড়া করে কী লাভ!
সকালের শিশিরের ঘাস না হোক দেখা
সবুজ পাতায় বৃষ্টি-বিকেলে দেখা হোক;
সন্ধ্যে ঘনিয়ে আসুক
আমাদের তাড়া নেই,
চাঁদের আলোয় জ্বলুক দু'জোড়া চোখ।
পৃথিবীর এক চিরায়ত মোক্ষম বোধ
আমাদের নিয়ে যাবে সেই সত্যে
দিনের আলোতে আমরা যতটুকু জানাশোনা
আঁধারের অদৃশ্যে তারচেয়েও বেশী।
মনে হবে আমাদের ভিতরের বাহিরের
আবরণ ভেদে আছে এক
শতাব্দীর চিরচেনা দেয়াল,
সেখানে কোন লেখা নেই, স্লোগান নেই
জলরঙ অন্ধকারে
আঁকা আছে শুধু দু'জোড়া চোখ।
১৮/০১/২০২১
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।