নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

ছড়া

২৯ শে মার্চ, ২০২১ সকাল ৭:৩৫

সমকালীন ছড়া

হুজুর ও কাক

তিনটি হুজুর একটি পাখি
একই দামে যায় কি কেনা বল?
হয়ত তুমি বলতে পার
যাবে না কেন, 'যায়'!
হুজুর যখন আতর দিয়ে গন্ধ ছড়ায়
ধরতে হবে নাক,
তিনটি হুজুর যাবেই কেনা
একটি পাখির বিনিময়ে, খুব সহজে!
পাখিটি যদি হয়, কাক।

শুনছো নাকি তুমি?
কখনো কোন হুজুর গেছে এই জমানায় মাঠে?
তবু তারা যুদ্ধে যাবার গল্প বলে
ইউটিউব আর লাইভে এসে পাঠে।

শহীদ হলেই ভেহেস্তে যাবে
বেঁচে থাকলে গাজী,
এমন কথা সত্যি হলে তালবিল্লি না পাঠিয়ে
হুজুর কেন যায়না মাঠে!
যত্তসব হতচ্ছাড়া পাঁজী!

এমন হুজুর তিনটে হলে
কাকের চেয়ে দাম কি হবে ঢের?
স্বর্গে যাবার মিথ্যে লোভে তুমিও হয়ত ভাবতে পার
পড়তে পার হুজুর ফাঁদে যেমন পড়ে আর সকলে
লক্ষ কোটি ফের।

২৯শে মার্চ ২০২১
যুক্তরাজ্য

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২১ সকাল ৯:২১

অধীতি বলেছেন: আপনার ছড়ার ছন্দপ্রকরণটা অন্যদের থেকে আলাদা মনে হয়েছে। এটা ভাল লেগেছে। উপমাটাও সুন্দর মিলেছে। সু্ন্দর ছড়া।

২| ২৯ শে মার্চ, ২০২১ সকাল ৯:৫৫

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: মনোমুগ্ধকর ছন্দময় ছড়া।

৩| ২৯ শে মার্চ, ২০২১ সকাল ১০:০৯

অক্পটে বলেছেন: হুজুররা মাঠে না গেলে এসব করল কারা, হাসিনা কাদের ওরা ত মাঠে যায়না, লাইভেই সমস্ত কাম সারে। একেকটা পাতি নেতা ছোট্ট নেতা একেকটা লুন্ঠনকারি পেশাব করতে গেলেওতো তাদের গার্ড লাগে। জনগণকে ওদের এত ভয় যে গার্ড ছাড়া চলা ছেড়ে দিয়েছে সেই কবেই। এটা আধুনিক যুগ কিছু হুজুর অবশ্যই লাইভে কথা বলবে। হুজুর মুজুর বলে লাভ নেই প্রতিবাদ করতে হবে অন্যায়ের। বৈধ সরকার ও বৈধ ভীনদেশীর বিরুদ্ধেত নামে নাই।

৪| ২৯ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: দারুন কবিতা লিখেছেন।

৫| ২৯ শে মার্চ, ২০২১ রাত ৯:২২

নেয়ামুল নাহিদ বলেছেন: লেখার ধরণটা আলাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.