![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আমাদের স্মৃতি ততটাই মনে রাখে
কিছু একটা থাক
স্মৃতি কিংবা অনাগত স্বপ্নের মত
বেঁচে থাকার জন্য ওসবের কিছু একটা থাকা চাই!
ঝিঙেফুল, সবুজ কুমড়ো পাতা
কিংবা হলদে ফুলের গায়ে মৌমাছির উড়ে বসা;
লতানো লাউয়ের ডগা মায়ের হাতে
মাচা বেয়ে বেড়ে ওঠা;
এসবের মত কিছু একটা স্মৃতি থাক।
আমাদের উদয় ও অস্তাচলের মাঝামাঝি
অতিক্রান্ত সময়ের স্মৃতি,
স্বপ্ন বাসা বাঁধে আগামীর দিন।
ঝরা পাতার দিন শেষে হলুদ ফাগুনে
নতুন গজানো কুড়িতে আঁচ দিয়ে যায়
বোশেখের হাওয়ার রাত।
আমাদের স্মৃতি অতটা বিশ্রুত নয়,
একটি জোনাকি উড়ে যায় জানালার পাশ ঘেঁষে,
পিতা, প্রপিতামহদের লাঙলের ক্ষত ধরা কাধে
একটি সবুজ জমিন আর সূর্যের ডুবে যাওয়া রঙ
বেমানান ঝুলে থাকে
নিরুদ্বেগ, অভিব্যাক্তিহীন, তাচ্ছিল্যে।
আমাদের স্মৃতি ততটাই মনে রাখে
যতটায় ক্রোধে ঘৃণায় বিপ্লব বেঁচে থাকে কালান্তর।
১০ ই এপ্রিল ২০২১
যুক্তরাজ্য।
২| ১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৭
মোহাম্মদ বাসার বলেছেন: সেইটাই!
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা লিখেছেন।