![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
মৌনতার দিনলিপি
কিছু প্রশ্নের উত্তরে বলার কিছুই নেই,
চোখের দিকে তাকালেই
মৌনতা কিংবা উদাসী চাহুনি
বলে দেয় যুগান্তরের কথামালা!
কেউ বোঝেনা
যতটুকু বোঝে উত্তর না পাওয়া
আমাদের জমে থাকা আবছায়া ঘোর।
কিছু প্রশ্নের উত্তর
দেয়ার চেয়ে না দিলেই পায় পূর্ণতা,
যদি চোখ কিংবা নিরবতাই বলে দেয় সব
তবে তাই হোক;
শতবর্ষ সময় নিয়ে আমাদের চোখ
করোটির মাঝামাঝি নিস্ফল আক্রোশ
বুনে যাবে অশ্রুত কথামালা
শতাব্দী অবধিকাল ;
অতঃপর কিছু বলার চেয়ে নিরবতাই বেশী
ভাষা হয়ে ফুটে র'বে চোখের তারায়।
নিরবতা কেবলই একটি শব্দ নয়
মহাকালের অধ্যায় নিয়ে
আমাদের যাপিত সময়।
২১শে মে ২০২১
যুক্তরাজ্য।
২| ২২ শে মে, ২০২১ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: কবিতা অতি মনোরম লেগেছে।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০২১ রাত ১২:০৫
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা ভাল লেগেছে ।
শুভকাজে মৌনতা সম্সতির লক্ষন
অন্যথায় মৌনতা বিরম্বনা ও ভুল
বুঝাবুজির জন্ম দেয় ।
শুভেচ্ছা রইল