নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২১ শে মে, ২০২১ রাত ১১:৪৯

মৌনতার দিনলিপি

কিছু প্রশ্নের উত্তরে বলার কিছুই নেই,
চোখের দিকে তাকালেই
মৌনতা কিংবা উদাসী চাহুনি
বলে দেয় যুগান্তরের কথামালা!
কেউ বোঝেনা
যতটুকু বোঝে উত্তর না পাওয়া
আমাদের জমে থাকা আবছায়া ঘোর।

কিছু প্রশ্নের উত্তর
দেয়ার চেয়ে না দিলেই পায় পূর্ণতা,
যদি চোখ কিংবা নিরবতাই বলে দেয় সব
তবে তাই হোক;
শতবর্ষ সময় নিয়ে আমাদের চোখ
করোটির মাঝামাঝি নিস্ফল আক্রোশ
বুনে যাবে অশ্রুত কথামালা
শতাব্দী অবধিকাল ;
অতঃপর কিছু বলার চেয়ে নিরবতাই বেশী
ভাষা হয়ে ফুটে র'বে চোখের তারায়।
নিরবতা কেবলই একটি শব্দ নয়
মহাকালের অধ্যায় নিয়ে
আমাদের যাপিত সময়।

২১শে মে ২০২১
যুক্তরাজ্য।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২১ রাত ১২:০৫

ডঃ এম এ আলী বলেছেন:


কবিতা ভাল লেগেছে ।
শুভকাজে মৌনতা সম্সতির লক্ষন
অন্যথায় মৌনতা বিরম্বনা ও ভুল
বুঝাবুজির জন্ম দেয় ।
শুভেচ্ছা রইল


২| ২২ শে মে, ২০২১ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: কবিতা অতি মনোরম লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.