![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
তোমাকে ছুঁয়ে যায় শিশিরের আঁচ
হলুদ বিকেলের রোঁদ
তোমাকে ভাবে বৃষ্টির কনা
মাছরাঙার বিজন দুপুর।
তুমিই ভাবনা কিছু,
যেন আজন্ম দাঁড়িয়ে আছো
দ্বিভাজিত দু'দেশ সীমানা প্রাচীর।
মানুষের খন্ডিত দেহ, বিদ্বেষ ছড়ানো কাঁটাতার
কালের সাক্ষী হয়ে আছে তোমার আকাশ
যেন মৃত হরিণের ঘোলাটে চোখ!
ও বুকে কী আছে!
প্রেম?
নাকি পরিমিত প্রেমের সুচতুর প্রত্যাখ্যান?
২| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার
৩| ২৭ শে জুন, ২০২১ সকাল ১১:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুচতুর প্রত্যাখ্যান অধিকাংশ ক্ষেত্রে পরিদৃষ্ট হয়।
৪| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:০৮
সেজুতি_শিপু বলেছেন: সুন্দর কবিতা । শুভকামনা ।
৫| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০২১ সকাল ৯:৫০
হাবিব বলেছেন: ভালবাসার জয় হোক প্রত্যাখ্যান চাই না!!