![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
নদীর নামটি মধুমতী
তাহাদের গাঁয়ের পাশ দিয়ে প্রবাহিত যে নদী
তার নাম মধুমতী,
ঘরের কোল ঘেঁষে ফাঁকা উঠান,
তার এক কোনে দেবদারু গাছের মাথায়
সব সময় ঝুলে থাকে এক প্রকান্ড আকাশ;
কখনো মেঘ, কখনো ফিকফিকে জ্যোৎস্না।
এসব রেখে একদিন এই যে মধুমতী নদীর নামে
যে মেয়েটির নাম তার প্রয়াত পিতা রেখেছিল ঠিক মধুমতী
সেই মেয়েটি মারা গেল।
পৌর-কাউন্সিলের লোকজন
যেদিন খবর পেয়ে ছুটে আসলো
দেখলো খাটের উপর ধুলায় জীর্ণশীর্ণ
শুকিয়ে যাওয়া একটি মরদেহ।
শিয়রের কাছে শুকিয়ে যাওয়া ফুলদানির কিছু গোলাপ
তখনো রঙ হারায়নি।
পাশের মসজিদের করম আলী মুন্সি
মৃতদেহ দেখেই বলে উঠলেন ' নাউজুবিল্লাহ'।
তিনি দ্রুতই সময় নষ্ট না করে
কতিপয় দুষ্কৃতকারী দ্বারা খুন হওয়া
জননেতা পিয়াজউর রহমানের গুলিতে ছিন্নভিন্ন হওয়া
দেহের দুর্গন্ধেযুক্ত মাংসপিণ্ড একত্রিত করতে করতে বললেন
ইনি দেশের জন্য শহীদ হয়েছেন, ইনি শহীদ
বলেন 'সুবাহানাল্লাহ'।
নদীর নামে যে মেয়েটির নাম মধুমতী
জলের প্রবাহমান স্রোতের সাথে সে এখনো বহমান
সে আমার জননী, জন্মভূমি
একটি মানচিত্র 'বাংলাদেশ'।
২৪শে অক্টোবর ২০২১
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.