নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৫ শে আগস্ট, ২০২১ রাত ৮:০৩

নৈকট্য করিবে আড়ি

যতদূর চোখ যায় তার চেয়েও বহু দূরে হৃদয়,
যত কাছাকাছি থাকে কেউ
তারচেয়েও বেশী থাকে শূন্যতা
উদাস দুপুর, সমুদ্র, ঢেউ, নীল জলরাশি।

ক্ষয়ে যায় রোঁদ
উদাস দুপুর, বিকেলের রঙ
পড়ে থাকে আঁধার, জোস্নার রাত
খসে যাওয়া পাখির পালক।

একদিন সব কিছু ছেড়ে পাহাড়ের কাছে
কুয়াশায় এঁকে দেব নিজের শরীর!
দূরে চেয়ে র'ব,
প্রজাপতি রঙ ফুলের সুবাস
মাখামাখি শিশিরের কণা,
যেতেতো হবেই তবে যাই,
শেষ হোক সব আয়োজন;
হাত তুলে দূরে দাঁড়িওনা আর বিদায়ের ক্ষণ,
শিশিরের জলে মিশে যাবে জল
কেইবা বুঝিবে আমাদের ছল,
নৈকট্য করিবে আড়ি
দূরত্বের কপটতায় হয়ে মাখামাখি
হয়ে মাখামাখি।

২৫শে আগষ্ট ২০২১
যুক্তরাজ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.