নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কেউ কোনদিন ডাকেনি তাহাকে

১২ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০০

গহীন গোপন করে
যে তোমাকে বুকে ধরে রাখে
সাজিয়ে রাখে সন্ধ্যের আলোয়
তাকে তুমি ডেকে নাও
ডেকে নিয়ে রেখে দাও
অকারণে, হয়ত অকারণে
কেন তুমি কাছে ডাকো তাকে?

সে জানে, জেনেও ও পথে যায়
যে পথে তুমি তাকে ডাকো
নিয়ে যাও, তারপরে রেখে দাও;
যে স্বেচ্ছায় যেতে চায়, যায়
তাহাকে আর কে ফেরায়!

তোমার দুচোখের ইশারা
হাত নেড়ে কাছে ডাকা,
তারপর সরে যাও, পড়ে থাক
যেন কেউ কোন দিন
ডাকেনি তাহাকে
কাউকেও।

এই যে ধূসর বিকেলের আলো থেকে
রাত্রির গহীন আঁধার
নিজেকে ভোলার মোক্ষম সময়;
যে তাহাকে ডাকে
সে যাহার ডাকে কাছে যায়
দু'জনেই জেনে যাও, বুঝে যাও
পৃথিবীর কোন কিছুই অখন্ডিত নয়,
এই পাথরের পাহাড়, সুরম্য অট্টালিকা
সবকিছু একদিন মিশে যায় ধূলায়
মুছে যেতে হয় আমাদের
আমাদের সকলের।

তুমি যাহাকে ডাকো,
যে তোমার ডাকে কাছে যায়,
কানে শিস দেয়া
আততায়ীর নিবিড় কন্ঠস্বরের মতো
তোমার ভিতরেও প্রবেশ করে গভীর বিস্ময়
যেন কেউ কোন দিন ডাকোনি তাহাকে,
কাউকেও।

১২ই অক্টোবর ২০২১
যুক্তরাজ্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২| ১৩ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: কবিতা পড়তে আমার ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.