নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০২

মা, জন্মভূমি

বিশ্বাসের মত সত্যি আর কিছু নেই
এই যে আমি বিষণ্ণ শীর্ণ তেইশটি বছর
বরফমাখা জানালায় চোখ রেখে কাটিয়ে দিলাম
আরও হয়ত অনেকটা সময়
কিংবা অনেকটা বছর এভাবেই কেটে যাবে!

আমি জানি
অগ্রহায়ণ শেষে ক্ষেতের যে আইলে আমি বসে থাকতাম
তার উপর থেকে জল নেমে গেলে
মরা আগাছা ও জীর্ণ কচুরীর কাদামাখা ঢিবির কাছে
কলমীর যে ফুল এখনো ফোটে
সেখানে একদিন আমি ফিরে যাবো।

আমি বসে থাকবো আমার কৈশোরের মত,
হেমন্তের পাতা ঝরার শব্দ ভেসে আসবে খালের ওপারের বৃক্ষরাজি থেকে।
সূর্য ডুবে যাবে ক্রমশ...
পক্ষাঘাতগ্রস্ত আশি ছুঁইছুঁই মা আর ডাকবেনা আমাকে
'আয় বাবা ঘরে আয়'।
তবু আমি ঘরে ফিরবো যেমনটা দিন শেষে প্রতিদিন ফিরতাম।
হুইলচেয়ারের হাতলে হাত রেখে মাকে হয়ত বারান্দায় যাওয়ার কথা বলবো!'
শুনেছি মা ইদানীং বেশ বলে 'ঘরের দরজাটা খোলা রাখিস,
সবাইতো এখনো ঘরে ফিরেনি।'
মা হয়ত এখন আর ওসব বোঝেনা
কারো কারো কখনোই আর ফেরা হয়না।

ভোর হয়ে আসছে এই হিমমাখা দেশে,
আমি জানালার পাশে দাঁড়াই
কুয়াশায় ভেঁজা কাঁচে এঁকে রাখি দুটি শব্দ
'মা, জন্মভূমি'।

২৭শে অক্টোবর ২০২২
যুক্তরাজ্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে। অন্যদের পোস্টও পইড়েন মাঝে মাঝে

২| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.