নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

৩০ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩২

ধর্মের নাম ভালবাসা, মানবতা

অনেক দিন আগে
আমার এক মুসলমান সহকর্মী জিজ্ঞেস করেছিল
"আমি কি!’
আমি বলেছিলাম 'মানুষ';
তাকেও পালটা জিজ্ঞেস করেছিলাম
সে বলেছিল 'মুসলমান’!

আমি তাকে বলেছিলাম
তুমি ছোটবেলা হারিয়ে যেতে পারতে
কিংবা হিন্দুর ঘরে জন্মিয়ে 'গৌরাঙ্গ' হতে পারতে,
সে বলেছিল 'না না তা হতে পারেনা';
সেই মুসলমান চুরির অভিযোগে
আমরা যেই কম্পানীতে চাকুরী করতাম
সেখান থেকে বরখাস্ত হয়েছিল।

আমাদের বন্ধু ছিল নিখিল, নিখিল চন্দ্র
ও আমাদের ম্যাট্রিকুলেশনের পরপরই
সীমান্তের ওপারে চলে যায়।
সালটা গত শতাব্দীর নব্বই বা একানব্বই হবে,
বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়িতে যেয়ে নিখিলের সাথে দেখা হয়ে যায়।
আমি নিখিলকে জিজ্ঞেস করেছিলাম 'বন্ধু বাবরি মসজিদ ভাঙার পরে
ওখানে হিন্দু-মুসলিমদের সম্পর্ক কীরকম!'
নিখিল উত্তর না দিয়ে আমাকে মুখ কুচকিয়ে
গলায় বিরক্তি এনে বলেছিল
'তুই সেই আগের মতই রয়ে গেছিস।'

আমার মধ্যে ধর্ম সংক্রান্ত প্রচন্ড ভাবাবেগ কখনোই ছিল না,
আমি আমার বান্ধবী রীনাদের বাড়িতে যেয়ে খাই,
কোন দিন কচ্ছপ খাইনি বলে তা খাওয়ার বায়নাও ধরি।
বন্ধু মফিজুল্লার বাড়িতে মসজিদের জন্য যে পায়েস রান্না হয়
তা মসজিদে পাঠানোর আগেই আমি খেয়ে চলে আসি।
ইউনি লাইফে আমি টিএসসিতে রক্তদান করতে যেয়ে ভাবিনি
আমার শরীরের প্রবাহমান এই রক্তকণিকায় কে উপকৃত হবে
রীনা, মফিজুল্লাহ নাকি অন্যকেউ?

পৃথিবী খুব রক্তাক্ত আজ এই অসময়ে,
তোমার আব্রু খুলে দেখ প্রিয়তমা আমার
আমার ক্ষতে ঝরা রক্তের সাথে তোমার কী অবিকল মিল।
ঘৃণা, খেদ, প্রতিহিংসা দূর করে দেখ
পৃথিবীতে চিরায়ত ধর্মের নাম ভালবাসা,
পৃথিবীতে চিরায়ত ধর্মের নাম মানবতা।

২৯ শে অক্টোবর ২০২১
যুক্তরাজ্য।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:২৫

উদারত১২৪ বলেছেন: ভালো লাগলো পড়ে

হিন্দুস্থানে সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছিলেন

২| ৩০ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৯

এস সুলতানা বলেছেন: ভালো লাগলো

৩| ৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

জগতারন বলেছেন:
ঘৃণা, খেদ, প্রতিহিংসা দূর করে দেখ
পৃথিবীতে চিরায়ত ধর্মের নাম ভালবাসা,
পৃথিবীতে চিরায়ত ধর্মের নাম মানবতা।


সুন্দর !

৪| ৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

জগতারন বলেছেন:
ঘৃণা, খেদ, প্রতিহিংসা দূর করে দেখ
পৃথিবীতে চিরায়ত ধর্মের নাম ভালবাসা,
পৃথিবীতে চিরায়ত ধর্মের নাম মানবতা।


সুন্দর !

৫| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.