নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫২

জীবন অগাধ

আমি বলবনা আপনারা খালকেটে কুমির এনেছেন
অথচ আমার ভালো হয়ে যাওয়ার যে প্রভাব
আপনারা যেভাবে টের পাবেন
তাতে আপনাদের কারও কারও
ভালো থাকায় কিছুটা প্রভাবতো পড়বেই।

সমাবেত সুধী আপনারা জানেন
আমার এই জীবন যা পুরাটাই নষ্টের উপমা ছিল
তাতে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে অনেকেই বিনোদন খুঁজতেন;
আমার জন্মদাত্রী মা
যে আমার সহোদর বা সহোদরাদের জন্ম দিয়েছিলেন
তাদেরও যে হাসির খোরাক আমি ছিলামনা তাতো নয়,
আর আপনারাতো বাহুল্যমাত্র।

তাহলে শুনুন সমাগত অভ্যগতরা
আপনাদের মধ্যে যাদের নষ্টের উপমা লেগেছে গায়ে
তাদের মৃত্যু অবধি জীবন আগাধ;
ঝরে পরা পাতা থেকেও পাতার জন্ম হয়
পাতা থেকে পত্র, ফুল,
ফলময় বৃক্ষের অপার জীবন।

৯ই ডিসেম্বর ২০২১
যুক্তরাজ্য ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দরফ কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.