নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৫ ই মার্চ, ২০২২ সকাল ৮:৩৪

পাখিদের মত

একদিন উড়বার সাধ আমার মিটে যাবে
মাটির ধূলিতে আমার যতটুকু ছুঁয়ে যাবে পা
তারচেয়ে বেশী ছুঁয়ে যাবে
আমার বুক, ঠোঁট, নাসিকার ঘ্রাণ।

আমার সাধ নেই তবু আমি উড়ে যাবো ধূসর আকাশে
পাখিদের মতো করে, পাখি হয়ে,
পাখিদের মতো...।

সবাই যায়, যার যেতে হবে সেতো যাবেই
মর্মর পাথরের স্মৃতিফলক
কিংবা প্রার্থনালয়ের সুউচ্চ মিনার
আমাকে ছায়া দেবে সে আশা নেই।

সারি সারি বৃক্ষের পথ ধরে
সবুজ ঘাস কিংবা ধূলির আস্তরণ পায়ে মেখে
আমি সোজাসুজি হেঁটে যাব;
একটি দোয়েল তড়িৎ অথচ নির্ভার চলে যাবে
গুল্মের আড়ালে,
সন্ধ্যে নেমে আসবে পাশের জলাশয়ে
একটি মাছরাঙা তখনও ধ্যানমগ্ন ঋষির মতো
বসে থাকবে জলের দিকে মুখ রেখে খাবারের আশায়।

আমি আশা কিংবা উদ্বেগহীন মৃদু বাতাসে
বৃক্ষের পাতা ঝরা দেখে যাবো।
আমার উপরে ঝরে পরবে পাতা, লতানো গাছের ফুলের পাপড়ি,
ফাগুনের ঝিঝিপোঁকার গান শুনাবে নিঝুম বনানী।
চোখের তারায় ভেসে বেড়াবে স্বপ্ন, স্মৃতি, শৈশব, কৈশোর
আমার উড়বার সাধ নেই
তবু আমি উড়ে যাবো, পাখি হয়ে,
পাখিদের মতো...।

৪ঠা মার্চ ২০২২
যুক্তরাজ্য।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লিখেছেন।

২| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:৫১

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার উড়বার সাধ নেই
তবু আমি উড়ে যাবো, পাখি হয়ে,
পাখিদের মতো...

ভালো লেগেছে

৩| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:৩৯

শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক বলেছেন: অসাধারণ শব্দ গাঁথা

৪| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ আবেগময় প্রকাশ

৫| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৪

মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৬| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৬

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ঋণাত্মক শূন্য ভাই।

৭| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৮

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ শান্ত ভাই।

৮| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৯

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।

৯| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১০| ০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩২

মোহাম্মদ বাসার বলেছেন: ধুর বেডা বালের কমেন্ট করে, ৫ বছর ধরে একই কমেন্ট। তোর মরা বাপরে কিংবা এখনও বেঁচে থাকলে তাকে নিয়ে গান্ডু কবিতা লিখলেও একই কমেন্ট করতি। সালার গান্ডু রাজীব।

১১| ১২ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৮

জিকোব্লগ বলেছেন:



মোহাম্মদ বাসার বলেছেন: ধুর বেডা বালের কমেন্ট করে, ৫ বছর ধরে একই কমেন্ট। তোর মরা বাপরে কিংবা এখনও বেঁচে থাকলে তাকে নিয়ে গান্ডু কবিতা লিখলেও একই কমেন্ট করতি। সালার গান্ডু রাজীব।

- রাজীবের জন্য একদম পারফেক্ট

১২| ২২ শে মার্চ, ২০২২ সকাল ৮:৪৭

মোহাম্মদ বাসার বলেছেন: জিকোব্লগ ভাই ধন্যবাদ। মাঝে মাঝে কাউকে চুবাইতে হইলেও হাটু পানিতে নামতে হয়। গান্ডু রাজীবকে সাইজ করা হয়েছে। এখন কিছুটা অযাচিত উৎপাত কমবে আশা করি।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.