নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৯ ই মার্চ, ২০২২ সকাল ১০:১৩

খন্ড কবিতাঃ

এক।

অমন কেমন করে
অত কথা বল!
কিছু কথা শোনা হয় কিছু কথা নয়।
যাহা কিছু বলনা
তাহাতেই কেন এতো বুক ভেঙে যায়!

দুই।

মানুষের কোন স্মৃতি রেখে যেতে নেই,
স্মৃতি হলো ক্ষত বা ধূলোর মতো
দর্শনযোগ্য হলেই
গায়ের ঘামাচির মতো
নখের আঁচড় কাটতে ইচ্ছে করে।
মানুষ হবে ফুলের মতো
ঝরে যাবে কিন্ত গন্ধ ছড়াবেনা।

তিন।

অসময়ে কাউকে কাছে ডাকতে নেই;
কারণ সময় এমন এক অনুভূতির নাম
যার ব্যাপ্তি এক ভোর থেকে আরেক ভোর অব্দি
দু'প্রান্ত থেকেই দিবসের শুরু দৃশ্যমান।

৯ই মার্চ ২০২২
যুক্তরাজ্য।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: কবিতা ছাড়া আপনি অন্য কিছু লিখেন না?

২| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫৩

বাকপ্রবাস বলেছেন: সুন্দর। ভাল লেগেছে।

৩| ০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪২

মোহাম্মদ বাসার বলেছেন: রাজিব নূর-আমার নুনু কাটার অভিজ্ঞতা নেই, আবার তুমি কোথায় থাকো তাও জানা নেই। তোমার কথাবার্তা শুনে বেশ মনে হয় তোমার আবার নুনু কেটে দেয়া বা সুন্নতে খৎনা করানো অপরিহার্য হয়ে উঠেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.