![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
মানুষ
কিছু উইপোকা অনন্ত বিশ্বাস নিয়ে
উড়োজাহাজের মতো উড়তে চেয়েছিল,
তাদের সহচর আগুন
যে মৃত্যুর আগ পর্যন্ত তার শত্রু কীনা
যা তার অজানাই থেকে যায়
সেও চেয়েছিল সূর্য হতে।
একদিন উইপোকা আগুনের দিকে ধাবিত হলো,
আর আগুন সমুদ্রের দিকে:
একটি ঈগল আকাশের দিকে মুখ করে
উড়ে গেল সূর্যের দিকে।
তারপর অনেক দিন
কেউ আর কিছু হতে চায়নি
শুধু বেজন্মা মানুষ ছাড়া।
১০ই মার্চ ২০২২
যুক্তরাজ্য।
২| ১৮ ই মার্চ, ২০২২ ভোর ৬:৩৩
সোবুজ বলেছেন: কবিতায় হবে
৩| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৫
সায়েমার ব্লগ বলেছেন: ভালো লেগেছে আশাবাদী নৈরাশ্যের কবিতা! তবে "বেজন্মা" কেউ নয়।
৪| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০০
জ্যাকেল বলেছেন: আপনাকে অনেক দিন পরে দেখলাম।
৫| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১২:০৬
স্প্যানকড বলেছেন: হ ভাই কথা ঠিক কইছেন । কবিতা ভালো লাগছে । একটা বিষয় তাজ্জব হইলাম আপনি এক ব্লগার এর নুনু কাটার কথা কইছেন আমি তাতে মন্তব্য করেছিলাম। এখন সামুর কর্তৃপক্ষ সেই মন্তব্যের সুত্র ধরে আমারে জেনারেল কইরা দিছে । তাই দুইটা কথা কইতে এইখানে আইলাম।
সাবাস ! সামু
তোমারে কি আর কমু ?
মনে রাইখো
আজব তোমার কাম কাইজ
কোন বলয়ে ঢুকতে নারাজ
আমি একলাই করি রাজ !
মনে কিছু নিবেন না প্লিজ। ভালো থাকবেন।
৬| ২২ শে মার্চ, ২০২২ সকাল ৮:২৫
মোহাম্মদ বাসার বলেছেন: সরি সোবুজ ভাই আমি বেশ কিছু দিন ব্যস্ত থাকায় ব্লগে আসতে পারিনি। তাই মন্তব্যের উত্তর দিতে দেরী হলো। আপনার মূলায়নের জন্য ধন্যবাদ।
৭| ২২ শে মার্চ, ২০২২ সকাল ৮:২৫
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ সোবুজ ভাই।
৮| ২২ শে মার্চ, ২০২২ সকাল ৮:৩০
মোহাম্মদ বাসার বলেছেন: সায়েমার ব্লগ - অবশ্যই বেজন্মা কেউ নয়। মানুষের ভ্রুণ থেকে জন্মানো প্রতিটি মানব শিশু এই পৃথিবীর সন্তান।
তবে এখানে বেজন্মা বলতে অবিমৃশ্মকারীতায় অভ্যস্ত মানুষের কথা বলা হয়েছে। ধন্যবাদ ।
৯| ২২ শে মার্চ, ২০২২ সকাল ৮:৩৩
মোহাম্মদ বাসার বলেছেন: জ্যাকেল ভাই আমার অবস্থা অনেকটা মৌসুমি ফলের মতো। নিয়মিত নই তবে মন চাইলে আসি। কয়েকদিন আগে ঘটে যাওয়া কাচালের জন্য আরও আসতে ইচ্ছে করেনা।
১০| ২২ শে মার্চ, ২০২২ সকাল ৮:৪২
মোহাম্মদ বাসার বলেছেন: স্পানকড ভাই আমি দু:খিত আমার জন্য আপনার সমস্যা হয়েছিল। তবে একটা ব্যাপার ভাল হয়েছে বলতে পারেন ভালোর জন্য কিছু সমস্যা হলো। আর তা হলো সম্ভবত সেই লোক আর ওসব স্টুপিড কাজের জন্য যারতার আইডি বা যত্রতত্র যেয়ে কমেন্ট করবেনা। আমার পোস্ট গুলো ওরা বেশ কিছুদিন হাইড করে রেখেছিল। কিন্ত আইডি জেনারেল করার মানে আমি সত্যিই বুঝিনা।
এনিওয়ে ঐ ঝামেলায় সোনাগাজী/ চাঁদগাজী দাদুর ভূমিকা ভালো লেগেছে। তার প্রতি আমার সালাম।
আপনি ভাল থাকবেন। অনেক শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০২২ ভোর ৬:৩২
সোবুজ বলেছেন: পড়ে ভাল লাগলো।কবিতার খুবই সুন্দর একটা বক্তব্যকে তুলে ধরেছেন।