নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

রম্য কবিতাঃ

০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৮



আমাদের হক মামা

আমাদের হক মামা আমাদের বন্ধু
কখনো তিনি হন পিতা, কখনো বা পিতামহ
কিংবা কখনো দাদু,
শরীরটা তুলতুলে, মুখখানা দরবেশ বাবা
এত্তো বেশী বিনয়ী তিনি
ভুল করে ভাবতেই পারেন তিনি এক অতিশয় ভদ্দর
কিংবা ভোলাভালা সাধু!

উহু! ওটা ভাববেন না যে তিনি খুব দুষ্ট,
মাঝরাতে আড়িপেতে যদি শুনেন কানপেতে
ঘড়ঘড় শব্দে
ভাববেননা ভুলেও তিনি করছেন
কিছু একটা অতি সন্তর্পণে কিংবা নি:শব্দে!
এসব দেখেশুনে নিশ্চয়ই পড়তে পারেন
দ্বিধা কিংবা অযাচিত ধন্ধে;
তিনিই একমাত্র আমাদের এই রোমান্টিক হক মামা
জন্মেছেন এই আধুনিক বঙ্গে।

আমাদের এই হক মামা আমাদের বন্ধু,
কিন্ত দেখেন কী নিদারুণ নির্দয় তিনি
আমরা পেরুতে নাকি পারবোনা পুলসিরাত
বসতে পারবোনা বেহেস্তীয় খেজুর বাগানে
পান করিতে পারবোনা দারু কিংবা সরাব,
লিখে রেখেছেন আমদের এই আমলনামা
আমাদের দাদু এই বজ্জাত হক মামা।

১ এপ্রিল ২০২২
যুক্তরাজ্য।









মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: রম্য ভালেই হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.