![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
যতদূর যাওয়া যায়
পাখি না হও পাখির পালকের মতো উড়ো ,
যে নদী শুঁকায় তাতে আর কবে আসে জোয়ারের ঢেউ!
চল হেঁটে যাই যতদূর যাওয়া যায়
এ লগন শেষ হতে হতে।
রাত শেষে ভোর হবে, হবে তো।
আবার রাত! ভোর! কতকি!
কিন্ত তোমার আর হবেনা ফেরা।
ফেরতেই যদি না হয়
অত তাড়া কীসের!
চল হেঁটে যাই যতদূর যাওয়া যায়
জোছনার আলো চোখে মেখে।
৩ এপ্রিল ২০২২
'সেইলরস', কর্নওয়াল
যুক্তরাজ্য।
২| ০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর অনুভব
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর