নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২২ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:২৫

মানুষের জীবন হবে

মানুষকে খুব বেশী গোছালো হতে নেই
গোছালো মানুষের তেমন কোন খুঁত থাকেনা,
আর খুঁতহীন মানুষ অনেকটা যন্ত্রের মতো
চলমান অথচ প্রাণহীন।

বেঁচে থাকার অর্ধেক সময়টা কিংবা আরেকটু বেশী সময়
মানুষকে অন্তত অসম্পূর্ণ থাকা উচিত
কিংবা অসম্পূর্ণ ভাবা উচিত;
বৃক্ষের যেমন পূর্ণতার পরে ডাল ভেঙ্গে যায়,
পাতার রঙে বিবর্ণতা আসে
মানুষেরও তেমনি।
মানুষ পূর্ণতার পরে আসলে মৃত হয়ে যায়
তখন তার নিজের কাছে জীবনটা
তৃপ্তির বা ভোগের মনে হলেও
আসলে সে পৃথিবীতে অপ্রয়োজনীয়।

মানুষের জীবন হবে চলমান,
প্রবাহমান ঝর্ণার মতো;
স্পন্দন থেমে গেলেও সে যেন
সমুদ্রের মতো আরও বেশী বড় হয়ে যায়।

২২শে এপ্রিল ২০২২
নিউকি, কর্নওয়াল
যুক্তরাজ্য।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৩

সাগর কলা বলেছেন: - কথাগুলো অনেক সুন্দর ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.