![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
প্রেমিক হয়ে যায় বেনিয়া আর নারীরা প্রসাধনী
অনেক আগে নারী মানেই কবিতার মত ছিল
নারী মানেই ঝর্ণার জলধারা ছিল,
আমি যখন সত্যি সত্যিই প্রথম প্রেমে পড়লাম
তোমাকে তৃণলতা ভেবে
আমি অনেকদিন বৃক্ষবিমূখ ছিলাম।
আমার নাকে পলিপাস ছিল
কিছুটা কাটাছেঁড়ার পরে আমি যখন অর্ধচেতন
তুমি আমার হাত ছুঁয়েছিলে;
তোমাকে সত্যি সত্যিই আমি যেদিন ছুঁই
তুমি সেই প্রথম ছোঁয়ায়
লজ্জায় আরক্ত হওয়ার কথা বলেছিলে।
তোমাকে ছুঁয়েছি সেই কবে,
তারপর থেকে যাকেই ছুঁই নিজেকে আর প্রেমিক মনে হয়না;
কিছু কিছু বিচ্ছেদে প্রেমিক হয়ে যায় বেনিয়া
আর নারীরা হয়ে ওঠে বিপনীর প্রসাধনী।
২৪ শে এপ্রিল ২০২২
কর্নওয়াল, যুক্তরাজ্য।
২| ২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
৩| ২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৮
শাহ আজিজ বলেছেন: আপনার কবিতাখানা পড়িনি আবৃত্তি করেছি , বেশ দরাজ গলায় ------এবং খুব ভাল লাগলো ।
৪| ২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৯
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
৫| ২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩০
মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ মশিউর ভাই।
৬| ২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩২
মোহাম্মদ বাসার বলেছেন: আজিজ ভাই আপনার মন্তব্য অনুপ্রেরণাদায়ক। অনেক ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ খুব সুন্দর এক প্রেমময় কাব্যিক
অনেক শুভকামনা রইল