![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অনেকগুলো মনুষ্য আকৃতি নিয়ে কিছু শয়তান সমবেত হলো
তাদের একজন বললেন 'দেখুন বন্ধুরা!..
তার কথা শেষ হওয়ার আগেই সমবেত পুঁচকে শতানেরা
সমস্বরে বলে উঠলো ' বলুন, বলুন জাঁহাপনা'!
ধূর্ত বর্শীয়ান শয়তানের দাঁত নেই সামনের দু'টো
চোখের ভারী চশমাটা খুলে দুই ফুৎকারে দুই কাঁচে কিছুটা কুয়াশা তৈরী করলেন
তারপর পকেট থেকে ময়লা রুমাল বের করে চশমার কাঁচ মুছতে মুছতে বললেন
'দেখুন আমরা একটা বৃত্ত তৈরী করেছি, এবং সংখ্যায় আমরা অনেক'
সমবেত শয়তানেরা সমস্বরে বলে উঠলেন 'জ্বী জাঁহাপনা! জ্বী জাঁহাপনা'।
শীর্ষ শয়তান বলেই চললেন
'আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা শুনেছেন, গোয়েবেলসের কথা শুনেছেন
আপনারা জানেন একটি মিথ্যে বার বার শুনলে তা সত্যি মনে হয়।'
পুঁচকে শয়তানদের মধ্যে একজন বলে উঠলেন
'হুজুর জ্ঞান হওয়ার পর থেকেই আমি আপনাকে পিতামতো জ্ঞান করি'
আরেক শয়তান বলে উঠলেন
'জাঁহাপনা আপনি যাহাকে শিষ্য মনে করেন আমি তাকে ভাতৃসম ভালবাসি।'
ভীড়ের মধ্য থেকে এক মধ্যবয়স্ক শয়তান বলে উঠলেন
আঁলমপনা আপনার নির্দেশে আপনি যেসব আগ্রজ শয়তানদের ভালবাসেন
তাদের নিয়ে আমি কাব্য লিখার চেষ্টা করি!'
সর্বজ্যেষ্ঠ শয়তান হাত উঁচু করে
সমবেত শয়তানদের আবেগাক্রান্ত হতে নিষেধ করলেন,
তারপর তিনি বললেন
'দেখুন আপনারা অনেকটাই বেশী মাত্রায় ধুরন্ধর
অন্যে বাজালে হয়ত ফেটে যেতে পারে তাই নিজের ঢোল নিজেই পিটান!'
উপস্থিত শয়তানেরা সকলেই সমস্বরে বলে উঠলেন
'বোস্তাগী মাফ করবেন জাঁহাপনা, যদি একটু বুঝিয়ে বলেন..'
শয়তান নেতা একটু নেতিয়ে হেলে দুলে বললেন
'এই যে আপনাদের কারো নাম চুল ফান, পাজির মুত, রূপা মিঁয়া, গুড় মোহম্মদ
'এইগুলি কোন নাম হইলো?
আপনারা অন্যের কুৎসা গান, নিজের ভালোত্ব জাহির করেন
'আমিতো নিজেই ভালো জানি আপনারা কত্তবড় হারামী।'
সমবেত শয়তানেরা ব্যথিত চিত্তে শীর্ষ শয়তানকে জিজ্ঞেস করিলেন
'হুজুর আসলেই আমরা কী'
শয়তান শিরোমণি এরকম বোকা প্রশ্ন শুনিয়া রাগে দাঁতদন্ত খিঁচাইয়া বলিলেন
'তোরা আমার মতই ঈশ্বরের কলঙ্ক, শয়তানের পুত।'
২৪ শে এপ্রিল ২০২২
যুক্তরাজ্য।
২| ২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৭
মোহাম্মদ বাসার বলেছেন: সামুতে যদি মোটামুটি বছর দুয়েক কিংবা তার অধিক সময় কাটিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতাই বলে দেবে এটা আসলে কী!
৩| ২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:১৮
জিকোব্লগ বলেছেন:
ভীড়ের মধ্য থেকে এক মধ্যবয়স্ক শয়তান বলে উঠলেন আঁলমপনা আপনার নির্দেশে
আপনি যেসব আগ্রজ শয়তানদের ভালবাসেন তাদের নিয়ে আমি কাব্য লিখার চেষ্টা করি!'
- কিছু ব্লগীয় চরিত্রের সাথে মধ্যবয়স্ক শয়তানের চরিত্রের মিল খুঁজে পাওয়া যাচ্ছে।
৪| ২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৩
মোহাম্মদ বাসার বলেছেন: হাহা! অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা দাদা। তবে যাই বলুন আপনার মন্তব্যের জন্য কিন্ত লেখক/কবি কখনই দায়ী নন।
৫| ২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৪
গেঁয়ো ভূত বলেছেন: শয়তানের পুতদের জন্য করুণা ছাড়া আর কিই বা করার আছে।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা কি?