![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
নিষিদ্ধ পঙতির গান
একঃ
ঈশ্বরের ইশারায়
একবার নিয়ে যাও তারে
অত:পর সেই খুঁজে নেবে দেখানো পথ,
একবার ওপথে গেলে
যেতে হয় বারবার;
তুমি চাও কিংবা না চাও
ওটা ঘটেই যায়
ঈশ্বরের অনিবার্য ইশারায়।
দুইঃ
ঈশ্বরের দূত, কলা ও পটলের গল্প
ঈশ্বর কাউকেই তাঁর সমকক্ষ মনে করেন না,
ঈশ্বরের দূত এটাই বলেন;
তিনিই ঈশ্বরের সবচেয়ে প্রিয়ভাজন
তাও তিনি বলতে ভুলেন না।
তিনি যখন পটল তোলার প্রারম্ভিক পর্যায়ে পৌঁছান
তখন তিনি তার পটলে ভরপুর বপুতে হস্ত বুলিয়ে
মানুষের চিরায়ত অলঙ্ঘনীয় ভবিতব্য
পটল তোলার কথাই বলেন।
সবশেষে তিনিও একদিন পটল তোলার আগে
দরজার চৌকাঠে ঝুলিয়ে যান এক সুদৃশ্য হলুদাভ-কলা
যার সমার্থক আরেকটি শব্দ 'স্বর্গ'।
তারপর প্রতিটি অদৃশ্যে বিশ্বাসী মানুষ
দূত ও কলার গল্প বলে বলে
নিজেরাও একদিন পটল তোলেন।
তিনঃ
নপুংসক
ঈশ্বর যেখানে থাকেন
সেখানে সাধারণের প্রবেশ নিয়ন্ত্রিত,
শুধুমাত্র সেখানে যারা যান
তারাই স্বর্গীয় দ্যুতি দিয়ে তৈরী
ঈশ্বর এমনটাই বলেছেন বলে তাদের প্রচার।
অথচ তাদেরই দ্যুতিময় শরীরের স্খলিত বীর্যে
পৃথিবীতে নপুংসক এসেছে শতসহস্রবার
সেকথাও হয়ে আছে ইতিহাস।
৫ মে ২০২২
যুক্তরাজ্য।
২| ০৬ ই মে, ২০২২ রাত ১২:০০
মোহাম্মদ বাসার বলেছেন: আপনার দেখাও পেলাম অনেকদিন পরে। আমি ভালো। আপনি কেমন আছেন? ভালো থাকুন। শুভ কামনা অবিরাম।
৩| ০৬ ই মে, ২০২২ রাত ১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর ব্লগে প্রত্যাবর্তন। সুস্বাগতম।
৪| ০৬ ই মে, ২০২২ রাত ২:০৩
মোহাম্মদ বাসার বলেছেন: সেলিম ভাই সালাম। আপনি মনে হয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হিসেবে আমার অগ্রজ। আমি ল'য়ের ছাত্র। আপনি মনে হয় সাইন্স ফ্যাকাল্টির যতদূর রিকল করতে পারি।
যাহোক এটা খুব ভালো কথা নয় যে আমি কিছু না লিখলে সাধারণত: ব্লোগে ঢুকিই না, যদিও এটাই সত্যি। আরেকটা কারণ আছে আমি লক্ষ্য করেছি এই ব্লোগটি কিছু মতলববাজদের দখলে। এটাও নিয়মিত না আসার কারণ। যদিও প্রধাণ মতলববাজ ভালোই লিখেন আর বাকীগুলো ফাপরবাজ।
সে যাইহোক ভাল থাকুন। কোন এক সময় হয়ত আবার কথা হবে। শুভ রাত্রি।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০২২ রাত ১১:১৯
বিজন রয় বলেছেন: আরে আপনি!!
কেমন আছেন!!
অনেক দিন পর।
তিন নম্বরটি অসাধারণ!!
শুভকামনা।