নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১০ ই জুন, ২০২২ সকাল ৯:১৫

মানুষের বোধ

কুয়াশার মতো আবছায়া আধার
আমার চোখের কিনারে খেলা করে সারাদিন,
সেখানে স্থির বসে থাকে একটি শিশু
তার কৈশোরও থেকে যায় আবছা আলোর মতো।

শ্রান্ত দিনের শেষে
যখন ডাঙায় ফিরে যায় জলজ পাখির ঝাঁক,
পথের মানুষও ফিরে যায় নিজস্ব ঘরে,
তখন সবার মতো আমাকেও ফিরে যেতে হয়;
ছিমছাম গোছানো ঘর তবু ফাঁকা মনে হয়
আবছা আধারের মতো মনে হয়,
মনে হয় এখানে কোন লোকালয় নেই
ঘর নেই, আসবাব নেই।
কেবলি চোখে ভাসে
একটি শিশুর ক্রমশঃ বড় হয়ে ওঠা;
মানুষের বড় হতে নেই
বড় হলে মানুষের কোন ঘর থাকে না
জননী থাকেনা, দেশ থাকেনা
বড় হওয়া মানুষের মানুষের বোধ থাকে না।

১০ই জুন ২০২২
নিউকি, কর্নওয়াল
যুক্তরাজ্য।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২২ সকাল ১১:৩০

দ্বীপ ১৭৯২ বলেছেন: সুন্দর

২| ১০ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: আগের দুই জন কবিকে দেখলাম ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছেন। আপনার অন্য বিষয়ে বোধদয় হয়েছে জেনে ভালো লাগলো।

৩| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.