নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪৪

তোমাকে মাঝে মাঝে মানুষ মনে হয়না

তোমাকে মাঝে মাঝে আমার মানুষ মনে হয়না;
মানুষের হৃদয় থাকে,
তার ভিতরে রাগ থাকে, ক্ষোভ থাকে!
তোমাকে মাঝে মাঝে মানুষের চেয়েও অন্যকিছু বেশী মনে হয়
মনে হয় তুমি নায়েগ্রা হয়ে শান্তি হয়ে আছো
মনে হয় তুমি ইউফ্রেটিস হয়ে বয়ে যাচ্ছো বালুর সাহারায় শাওন হয়ে।

তুমি যখন পোড়াও
তখন ভিসুভিয়াসও জ্বলেনা এমন,
তোমার চুপ থাকাও ভিতরে দহনে পোড়ায় বহুগুণ
তারচেয়েও কম পোড়ে মাউন্ট সেইন্ট হেলেন
ভিতরে মাটির কান্নায়।

তোমাকে মাঝে মাঝে মানুষ মনে হয়না;
মানুষের দুঃখ থাকে,
ঝড় বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয় থাকে,
বেঁচে থাকার আকুতি থাকে।
অথচ তুমি মৃত্যু দেখলে হামলে পড়
যেন অকস্মাৎ ব্রমান্ড রক্ষার অর্পিত অনুরোধ রক্ষা করছো তুমি।

তুমি মানুষ হলে আমার হাত আরও বেশী শক্ত করে ধরতে,
অনেক কিছু থাকার পরেও প্রজাপ্রতি দেখে বলতে
'আমাকে কিছু রঙিন ফিতা আর চুড়ি কিনে দিও;'
অথচ তুমি এসবের কিছুই বলনা।
তুমি একরাশ উপেক্ষা ছড়িয়ে নিজের ছায়ার দিকে তাকাও
তারপর দুপুরের রোদকে অবজ্ঞা করে হেঁটে যেতে যেতে বল
'আজ তাহলে আসি'।

১৭ই জুলাই ২০২২
নিউকি, যুক্তরাজ্য।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌
একই কবিতা প্রথম পাতায় দুইবার পোস্ট হয়েছে। একটি মুছে দিতে পারেন।

২| ১৯ শে জুলাই, ২০২২ রাত ৮:০১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



অনেকদিন পর একটা কবিতা পড়লাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.