![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অপেক্ষা
একটা জোনাকির জন্য সারারাত বসে থাকি
টুপ করে ফুল ঝরে গেলে শিশিরের মতো
কোমল-নরম যে শব্দ হয়
তারজন্যও বসে থাকি।
এভাবে বসে থেকে থেকে
জেনছি বহুবার
বসে থাকা মানেই ধ্যান নয়,
বসে থাকা মানেই বুদ্ধের তপস্যা নয়
কিছু কিছু বসে থাকার নাম 'অপেক্ষা'!
তোমার জন্য আমার অপেক্ষা
একজীবন সমান দীর্ঘ সময়।
২৬ শে জুলাই ২০২২
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.