নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৩ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৩

ধাঁধাঁয় আছি, ধন্দে আছি

চোখের খিদে
পেটের খিদে
ভেবেই তোমার গলদঘর্ম,
মনের কথা ভেবেছো আবার কবে!
নিত্য নতুন ফর্দ দেবে
গোয়ালে বাঁধা গরু হবে
মানুষ হবে কবে?

মানুষ হলে হৃদয় থাকে
ফুল দেখলে হাসি থাকে
আধেক খেয়েও অন্যকে খাওয়ানোর ইচ্ছে থাকে!

ওসব তোমার হয়তো ছিল,
সবাই যখন খাচ্ছে কেবল
তুমিই কেন থাকবে উপোস!
তুমি এখন সব খাওয়াদের ভীষণ দলে
হরেকরকম আয়োজনের উচ্ছিষ্ট কিছু সাজানো বাসি
অট্টালিকার ভীষণ ভীড়ে
অট্টালিকায় অট্টহাসি।

একদা যারা যুদ্ধে গিয়েছিল
তারাও এখন অনেক ধাঁধায় সবার মতো বাঁকা,
নিরেট কাঁচের দেয়ালে তবু
সবার ছবিই একই রকম আঁকা।

ধাঁধাঁয় আছি ধন্দে আছি বাহে
এই যে দেখ ভালো আছি, ভদ্র আছি
সব কিছুই দেখছো তুমি নিরেট
কিংবা দেখো ধবধবে সব সাদা,
আসলে সবকিছুই হচ্ছে এমন পাইনি সুযোগ বলে
খুব নিবিড়ে সংগোপনে
সব খাওয়াদের মতোই যেন
আমিও এক মস্ত হারামজাদা।

২৩ শে ডিসেম্বর ২০২২
চেসার, যুক্তরাজ্য।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.