![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
শুভ নববর্ষ বন্ধুরা
প্রেম, ভালোবাসা ও নৈসর্গ প্রীতি দিয়ে শুরু হোক নতুন বছর।
----------
আরেকবার ভালোবেসে দেখ
যতই ছড়াও উপেক্ষা
আমি দেয়াল হয়ে বসে আছি,
আরেকবার ভালোবেসে দেখ কীকরে সমুদ্র হয়ে যাই!
ভালোবাসলে সমুদ্র হতে হয়,
যে জানেনা কতটুকু জল তার গিয়েছে সরোবরে!
ভালোবাসলে আকাশ হতে হয়,
যে জানে না কতগুলো নক্ষত্র সে বুকে ধরে রাখে!
ভালোবাসলে পাহাড় হতে হয়
যার জানা নেই কতটা বরফচাপা বুকে
তাকে শুভ্র হতে হয়!
তোমাকে ভালোবেসে আমার এসবের কিছুই হতে ইচ্ছে করেনা,
আমি তোমার প্রতীক্ষায় একাকী দাঁড়িয়ে রইবো
নিসঙ্গ একাকী
বৃক্ষের মতো;
আরেকবার ভালোবেসে দেখ
তোমাকে পাখি ভেবে আমি বৃক্ষ হয়ে যাবো।
১ লা জানুয়ারী ২০২৩
চেসার, যুক্তরাজ্য।
২| ০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কাব্য
৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩১
মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ ছবি আপা। ভালো থাকুন ।
৪| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩২
মোহাম্মদ বাসার বলেছেন: শুভ নববর্ষ লিটন ভাই। ভালো থাকুন নিরন্তর ।
৫| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
৬| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৩
হাসান জামাল গোলাপ বলেছেন: সুন্দর প্রকাশ
৭| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৬
মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ আনোয়ার ভাই। ভালো থাকুন।
৮| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৭
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ গোলাপ ভাই। শুভ নববর্ষ ।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির প্রকাশ
অনেক শুভ কামনা জানাই