![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
চল, পাখি হই
চল, পাখি হয়ে উড়ে যাই, পাখি!
মানুষের জীবনে কাটিয়েছি দীর্ঘ সময়,
পাখির চঞ্চুতে লেগে থাকা শিশিরের মতো
স্বপ্ন বাঁধিয়াছি হাওয়ায়;
আরেক জীবনে যদি ঈশ্বর পাঠায়
তুমি আমি বেছে নেব
পাখিদের জীবন।
চল, পাখি হই, পাখি হয়ে উড়ে যাই,
এই যে মানুষ কিংবা মানুষের আবাস
সবকিছুই প্রকারান্তরে
বিক্রয় কিংবা বিনিময়যোগ্য।
চল বেছে নেই পাখিদের জীবন
আমাদের যেকারো অন্তর্ধান
আমাদের ভাবাবেনা পৃথিবীর মায়া।
চল পাখি হই,
নক্ষত্র মরে গেলে
আমরাও চলে যাবো আধারের দেশে।
০৪/০১/২০২৩
চেসার, যুক্তরাজ্য।

২| ০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর । আমিও পাখি হতে চাই
৩| ০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৮
মোহাম্মদ বাসার বলেছেন: মানুষ যাই বলুক ছবি আপা যদি মৃত্যুর পরে বা আরেক জীবনে পাখি হওয়ার সুযোগ থাকতো তবে আমি তাই হতাম।
৪| ০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩০
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। যেকোন লেখায় আবেক গুরুত্বপূর্ণ কিন্ত অতটা নয়।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ আবেগময়