![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আমাকে যে নামেই ডাকো
আমি এক শূন্যতা!,
পাহাড়ের হৃদয় নিয়ে
পাথরে ফুল ফুটাই।
আমি যে শহরে থাকি
আমিই একমাত্র মানুষের মতো,
আর সবাই মানুষ;
সবাই কোন না কোনভাবে অমরত্ব পেতে চায়
আর আমি!
তোমাকে ভালবেসে
ঠোঁটে রাখি ঠোঁট
মৃত্যুকে কাছে ডেকে নেই।
৬ই জানুয়ারী ২০২৩
যুক্তরাজ্য ।
২| ০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩২
মোহাম্মদ বাসার বলেছেন: না, আমি পৃথিবীতে। সমগ্র পৃথিবী আমার দেশ।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৬
জ্যাক স্মিথ বলেছেন: কেন, ঠোঁটে ঠোঁট রেখে আবার মৃত্যুকে কাছে ডাকতে হবে কেন?
৪| ০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২০
মোহাম্মদ বাসার বলেছেন: জীবনানন্দকে যেয়ে জিজ্ঞেস করুন মানুষ কি হাজার বছর বাঁচে? হাজার বছর তিনি কীকরে পথ হাঁটছেন? চেয়ার থাকতে তিনি হাঁটছেন কেন বসে পড়লেইতো হয়? আপনাকে পেয়ে ভালো হয়েছে ! সাহিত্য বা যেকোন আড্ডায় এমন দু একজন না হলে হয়!
৫| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২০
হাসান জামাল গোলাপ বলেছেন: অমরত্বের স্বাদ কে না চায়, পন্থাটা সময়ের সাথে বদলায়।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৩
সোনাগাজী বলেছেন:
আপনি প্রবাসে?