![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
খন্ড পঙতি
১।
তোমাকে হারাতে যেয়ে
হেরে যাই বারবার,
তোমাকে ছুঁতে যেয়ে দুঃখগুলো
নিজের মাঝে বুনি;
এধারে নও ওধারে নও
কোথায় তুমি বলো!
নি:স্বতার এই চরাচরে
তোমায় শুধু খুঁজি।
২।
যখন চলে যাও
মনে হয় কোন পদরেখা রাখোনি,
যখন আসো কেন হও নীহারিকা?
কেন মনে হয় তোমাকে চিনিনা,
নামটাও মনে হয় শুনিনি কোনদিন!
সরল গণিতেও দুর্বোধ্য তুমি
আহা প্রেম! আহা ভালোবাসা
আহা অচীন অনামিকা!
৩।
দুঃখগুলো পুষে রাখি বুকে
বিষাদগুলো চোখের কাছে ভাসে
হাত বাড়িয়ে আকাশ ছুঁতে যাই
উদাস বিকেল ডাকছে আমায় দূরে।
১১ই জানুয়ারী ২০২৩
চেসার, যুক্তরাজ্য।
©somewhere in net ltd.