নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৩৪

খন্ড কবিতাঃ

১।

আমাকে যারা অভিসম্পাত দেয়, দেবে
তারাও আমাকে ভালোবাসে,
আমি অনায়াসে তাদের হাতে ফুল তুলে দেই
দিয়ে ভুলে যাই।
ভালোবাসলে ক্ষমা করে দিতে হয়
আমি ভালোবেসে তাদের ক্ষমা করে দেই
এবং ভুলে যাই।

২।

তুমি আমাকে বলতেই পারো
তোমাকে প্রলুব্ধ করেছি বলে আমার আত্মপীড়ন হবে,
তোমাকে কখনো ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছি মনে পড়েনা;
কিন্ত নিঃসঙ্গ এক খাখা বুকে
উদাসীনতার যে ফসল বুনেছি বহুকাল
সেখানে তুমি জল দিয়েছো।
যারা জ্বলে থাকা উনুনে পাখা মেলে বারবার
তাদের কাছে উইপোকার পাখা পোড়ানোর গল্প
প্রতিদিনের আরেকটি গল্পের মতোই।

৩।

প্রতিটি পক্ষকেই কোননা কোন সময়ে
তার ঋণ চুকাতেই হয়,
আমি যখন ফিরে গেলাম
তোমার চোখে অশ্রু ছিল কীনা জানিনা
কিন্ত উপেক্ষাতো ছিলই;
আর তোমাকে যখন ফিরিয়ে দিলাম
তখন আমার অশ্রু ও উপেক্ষা দুটোই ছিল!
আসলে আমরা বিনিময় মূল্য পরিশোধ করি কিংবা না করি
কোননা কোন ভাবে ঋণ শোধ হয়েই যায়,
হোক তা গ্লানি কিংবা বিনিময়।

৪।

প্রতিটি মানুষকে মানুষের কাছে না হোক
কখনো কখনো বৃক্ষের কাছে যাওয়া উচিত,
নদীর কাছে যাওয়া উচিত,
সমুদ্রের কাছে যাওয়া উচিত,
পাহাড়-পর্বত কিংবা তৃণভূমির কাছে যাওয়া উচিত।
মানুষ যখন ওসবের কাছে নিজেকে সমর্পিত করে
তার তখন নবজন্ম হয়, সে আবার শিশু হয়ে ওঠে,
মানুষের ভ্রান্ত জীবনে
একটিবারের জন্য হলেও নবজন্মলাভ
খুব বেশী জরুরী।

৩০ শে জানুয়ারী ২০২৩
চেসার, যুক্তরাজ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.