![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন হয়ে গেল লিখি না কোনো পোস্ট। আসলে কি জানি প্রবলেম হচ্ছিল। প্রোফাইলে ঢুকা যাচ্ছিল না। আজ কোনো এক মাধ্যম অবলম্বন করে ঢুকলাম। এর মাঝে আমি একটা লেপটপ নিয়েছি। তবে লেপটপের প্রবলেম হল, খন্ড ত এবং অনুস্বার আসে না। লেপটপের কিবোর্ড দিয়ে দেখেছি আবার এক্সটারনাল কিবোর্ড দিয়েও দেখেছি কাজ হয় না। কোনো উপায়ন্তর না দেখে সিম্বল থেকে ব্যবহার করেছি।
আপনারাও হয়ত কেউ কেউ এই সমস্যায় ইতিপূর্বে পড়েছেন। যদি কারো কোনো সমাধান জানা থাকে তাহলে আমাকে জানাবেন।
©somewhere in net ltd.