নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৈনাক। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, হাবিজাবি লিখতে পছন্দ করি, তাই ব্লগের জগতে আসা।লেখালেখি ভাল লাগলে কথা বলতে ফেসবুকে ফলো করতে পারেন www.facebook.com/soumitra.paul.370

মৈনাক ঋক

আমি মৈনাক

মৈনাক ঋক › বিস্তারিত পোস্টঃ

বিষাদের নীল বিষবৃক্ষ

১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২

রাতটা ছিল নিশ্চুপ পূর্ণিমার,
রূপকথা চুপকথারা ঘুমে অচেতন..জানালার
ওপাশে ঘুমন্ত নগরী!
কেমন যেন একটা ঘোরের
নেশায় তন্দ্রাচ্ছন্ন
ছিলাম!!

সে রাতের
বাতাসে ভোরের
শিশিরের
আগমনী বার্তা ছিল
না..তবুও হঠাৎ জানালায়
ফিনিক্স পাখির
ডানা ঝাপটানোর
ঝংকার!তার আরক্তিম
পালক যেন কোন
বন্দিনী রাজকন্যার
গল্প
বলে চলেছে..যে রাজকন্যার
চোখের অশ্রু থেকে জন্ম
নিচ্ছে বিষাদের নীল
বৃক্ষ..না,ঐ বৃক্ষে
কোন নতুন কুঁড়ির
আবির্ভাব আমি সহ্য
করতে পারিনা!তাই
ফিনিক্স পাখির ডানায়
ভর করে ছুটেছি জীবনের
সেই প্রাচীন পথে..

কখনোবা শকুনি
রাজা উরুবাটসিন
জগতের সমস্ত
আলো কুক্ষিগত করে আমার
পথে বিভ্রমের
বহ্নিশিখা প্রজ্জ্বলন
করেছে,কখনোবা কোন
মায়াবিনীর মায়ার
জালে
বন্দী হয়ে মুখ
থুবড়ে পড়েছি!!
তখন
জিউসপুত্র ক্যাস্টর-
পোলাক্স অবিচল নক্ষত্র
হয়ে মাথার উপর
থমকে দাঁড়িয়ে ক্রুর
হাসিতে আমাকেই
ব্যাঙ্গ করেছে!

পথের শেষ
প্রান্তরে কোন
পাতালপুরীর রাক্ষস
মৃত্যুদূত হয়ে আমার
মৃত্যুবাণে শান দিচ্ছে..

কিন্তু আমার
যে সেদিকে ভ্রুক্ষেপ
করে দাঁড়াবার সময়
নেই.. ঐ
বুঝি রাজকুমারীর অশ্রু
থেকে জন্ম নিল
বিষাদের
আরেকটি বিষবৃক্ষ!
ছুটে চলেছি ঘুমন্ত
নগরীর বুক
চিরে অজানা গন্তব্যে..


কথা দিয়েছিলাম,ফিরবো
রাজকুমারীর গলার
মুক্তোর মালা হয়ে,ঐ
এলোকেশীর কেশের
ঘ্রাণে মুখ লুকিয়ে!

[প্রেক্ষাপট: মিথোলজি
উপরে বর্ণিত সব চরিত্রই এক একটি মিথোলজির কাহিনীর সাথে বিজড়িত ]

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ লিখেছেন তো?

২| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৮

মৈনাক ঋক বলেছেন: ধন্যবাদ :)

৩| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: পড়ার পর মাথা ভন ভন করছে।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩০

আকতার আর হোসাইন বলেছেন: কথা দিয়েছিলাম,ফিরবো
রাজকুমারীর গলার
মুক্তোর মালা হয়ে,ঐ
এলোকেশীর কেশের
ঘ্রাণে মুখ লুকিয়ে!

৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৯

মৈনাক ঋক বলেছেন: খুব বেশি কঠিন ভাষা ছিল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.