নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৈনাক। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, হাবিজাবি লিখতে পছন্দ করি, তাই ব্লগের জগতে আসা।লেখালেখি ভাল লাগলে কথা বলতে ফেসবুকে ফলো করতে পারেন www.facebook.com/soumitra.paul.370

মৈনাক ঋক

আমি মৈনাক

মৈনাক ঋক › বিস্তারিত পোস্টঃ

মন খারাপের ঘ্রাণ

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

শহরটা অাজ প্রচুর শান্ত,
অার পাঁচটা রাতের মতোই সোডিয়াম অালো রাস্তায় অদ্ভুত নেশা তৈরি করেছে।
রোজকারের মতো শহরের টোকাইগুলো সারাদিনের ক্লান্তি শেষে রাস্তার বুকে নিজের শরীরটাকে এলিয়ে দিয়েছে, কি অার করার! ইট পাথরের দালান সুখ তো অার তাদের কপালে নেই।
টাকার বিনিময়ে শরীর বিলিয়ে দেয়া মেয়েটাও কোন এক দালানের দামী এস্কেলেটর ধরে উপরে উঠতে থাকে বাহ্যিক সুখের খোঁজে।
তার কানের হেডফোনে বাজতে থাকে,
"শহর জুড়ে যেন প্রেমের মৌসুম,
অালোতে মাখামাখি অামার গ্রীনরুম।"

শীতের রাতের ঘাসের বুকে জমানো শিশির অামাকে খুব টানছে,কিন্তু শিশিরে নামতে ইচ্ছে করছে না,জানালার ধারের সাইকেলের শব্দ অামাকে রাতের শহরে বেড়ানোর কোন অামন্ত্রণ জানাচ্ছে না,জোনাকের টিমটিমে অালো অামাকে বারবার অন্যমনস্ক করে দিচ্ছে।


শান্ত শহরের কোণায় বসে কোন এক কিশোরীর মনে ঝড় উঠেছে, মনটা ওলটপালট করে দিচ্ছে তার।
বাতাসটা ভারী গুমোট হয়ে অাসছে, হয়তো বাতাসে সেই কিশোরীর মন খারাপের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে, সেই ঘ্রাণ নিতে নিতে অামার নেশা জাগে, ঘুম অাসে, নিখাত গাঢ় ঘুম, এ ঘুম থেকে না জাগলে কি হবে?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১

নীল মনি বলেছেন: নিখাদ গাঢ় ঘুম দিতে হবে না বলছি,সে জেগে থাকুক।খবরদার যেন কিশোরী না ঘুমায়।এই ঘ্রাণে ঘুমুতে নেই।জেগে থাকতে হয় শুধু এই পৃথিবীর রঙে ভাসতে। :) ভালো লেখা কিন্তু মন খারাপের ঘ্রাণ।ছবিটাও সুন্দর

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

মৈনাক ঋক বলেছেন:
ছবি টার প্রেমে আমি নিজেও পড়েছি :D

২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: থাক আর মন খারাপের দরকার নেই। কাল পহেলা বৈশাখ। শুভ নববর্ষ।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১

মৈনাক ঋক বলেছেন: শুভ নববর্ষ ১৪২৫ :)

৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন খারাপের ঘ্রাণে চিরতরে ঘুমানোর ইচ্ছেটাকে গলা টিপে মারতে হবে।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪২

মৈনাক ঋক বলেছেন: চেষ্টা থাকবে সেই মঙ্গলময় খুনটা করার :(

৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: বিষন্নতা কাটিয়ে উঠুন।

আমাদের কৃষক প্রায় প্রতিদিন নাস্তা করেন পান্তা-কাঁচামরিচ দিয়ে।সেই কৃষক পয়লা বৈশাখে পান্তা নয়, একটু ভালো খাবারেরই আয়োজন করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.